হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্যালেস্টাইন টুডে নেটওয়ার্কের মতে, শোহাদা আল-আকসা হাসপাতালের মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং উদ্ধারকারী বাহিনী আহতদের সেবা দিতে অক্ষম।
অন্যদিকে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘরে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। একইভাবে গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরে ড্রোন হামলায় বহু ফিলিস্তিনি শহীদ ও আহত হয়েছেন।
প্যালেস্টাইন ডেইলি নেটওয়ার্কের সংবাদদাতা বলছেন, মধ্য গাজার আল-ব্রিজ ক্যাম্পে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গাজার পূর্বাঞ্চলেও কামান হামলা অব্যাহত রয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, শোহাদা আল-আকসা হাসপাতালের মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং উদ্ধারকারী বাহিনী আহতদের সেবা দিতে অক্ষম।
ইহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া ক্যাম্পের আবাসিক এলাকাও ধ্বংস করেছে। উত্তর গাজার বেইত লাহিয়াতেও ইহুদিবাদী বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।